Apply Bangla - Food Frontiers 2.0
Skip links

ফুড ফ্রন্টিয়ার্স ২.০

ফুড ফ্রন্টিয়ার্স ২.০ হল একটি উদ্ভাবনী প্রতিযোগিতা যার মূল উদ্দেশ্য হল উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, সাশ্রয়ী মূল্যের এবং প্রতিলিপিযোগ্য প্রযুক্তিগত সমাধান এবং মার্কেটিং ক্যাম্পেইন/ প্রচারাভিযানের ধারনাগুলি চিহ্নিত করার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর (বটম অফ দ্যা পিরামিড) জন্য খাদ্য ও পুষ্টি সুরক্ষায় অবদান রাখে। এই প্রতিযোগিতাটি স্কেলিং আপ নিউট্রিশন (সান) বিজনেস নেটওয়ার্ক (এসবিএন), গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (GAIN) এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)-এর আহ্বানে   যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে। 

এই উদ্ভাবনী প্রতিযোগিতার উদ্দেশ্য হল:

১। পুষ্টিকর খাদ্য পণ্য নিয়ে নিম্ন আয়ের ভোক্তাদের কাছে পৌঁছানোর নতুন এবং উদ্ভাবনী উপায়গুলি চিহ্নিত করা;

২। টেকসই খাদ্য ব্যবস্থা পদ্ধতি এবং সামাজিক উদ্যোগ পরিচালনার জন্য ব্যবসায়িক দক্ষতার উপর যুব উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করা;

৩। খাদ্য ব্যবস্থার পুষ্টির মান উন্নয়নের জন্য ব্যবসায়িক মডেল-এর যৌথ পরিকল্পনা করা যা মূলত প্রান্তিক মানুষদের জন্য;

৪। বাংলাদেশের খাদ্য ব্যবস্থার জন্য উদ্ভাবনী চিন্তা মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগের একটি পাইপলাইন তৈরি করা। 

নির্বাচনের মানদণ্ড

সামর্থ্য: অভীষ্ট ব্যবহারকারীর জন্য উদ্ভাবনের খরচ। সমাধানগুলি অবশ্যই প্রান্তিক ভোক্তাদের (বটম অফ দ্যা পিরামিড) জন্য বিশেষায়িত হতে হবে।

আনুপাতিক হারে ব্যবসা বাড়ানোর সম্ভাবনা: আগামী কয়েক বছরে ব্যাপক অভিযোজন এবং ইতিবাচক পরিবর্তনের জন্য উদ্ভাবন দক্ষতা এবং ব্যবসা পরিবর্ধনের পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগগুলোতে অবশ্যই বিনিয়োগের সুযোগ রাখতে হবে।

আর্থ-সামাজিক অবস্থার উপর সম্ভাব্য প্রভাব: একটি উদ্ভাবন বাস্তবায়নের ফলে বৃহত্তর আর্থ-সামাজিক উন্নতির সম্ভাব্য প্রভাব (যেমন, যারা খাদ্য ব্যবস্থায় কাজ করে তাদের আয়ের উপর প্রভাব)।

ব্যবহারযোগ্যতা: ভোক্তা পর্যায়ের গ্রাহকদের জন্য একটি সরল এবং সহজবোধ্য কার্যকরী উদ্ভাবনী পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কাজ করা।

অভিযোজনযোগ্যতা: একটি উদ্ভাবন দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্প-সম্পদের প্রেক্ষাপটে কতটা উপযোগী।

পুষ্টির প্রভাবের পূর্বাভাস: উদ্ভাবন বাস্তবায়নের মাধ্যমে জনগোষ্ঠীতে উন্নত পুষ্টির সংযোজনকে প্রভাবিত করার মাত্রা।

নারী ও যুবকদের অন্তর্ভুক্তি: নারী ও যুব উদ্যোক্তাদের এবং সেইসাথে যারা বিশেষ করে ঐ জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান করে, তাদের উদ্ভাবিত সমাধানগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে৷

অনুদান এবং আর্থিক পুরষ্কারঃ অংশগ্রহণকারীদের দুটি সুবিধা প্রদান করা হবে। ১। প্রথমটি হলো শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার, বিনিয়োগকারীদের সাথে দেখা করার এবং জাতীয় গণমাধ্যমে ফিচারড হওয়ার সুযোগ। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের থেকে, মোট ১০ জনের একটি বুটক্যাম্পে অংশগ্রহণের সুযোগ থাকবে। বুটক্যাম্পের পরে, শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ, উন্নয়ন পেশাজীবী এবং ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে গঠিত বিচারকরা প্রতিটি বিষয়ভিত্তিক ক্ষেত্রের জন্য বিজয়ীদের নির্বাচন করবেন। ২। দ্বিতীয়টি হলো বিজয়ীদের জন্য পুরষ্কার হিসেবে অবকাঠামোগত সহযোগিতা ও আর্থিক অনুদান, যেখানে অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেলের বিষয়ভিত্তিক ক্ষেত্রে বিজয়ীদের উদ্ভাবন বাস্তবায়ন বা পরিবর্ধনের জন্য বরাদ্দ থাকবে $ ১০,০০০ ইউএস ডলার ( ১ম পুরষ্কার)  সমমানের ভৌত অবকাঠামোর জন্য অনুদান ও $ ৫,০০০ ইউএস ডলার ( ২য় পুরষ্কার ) সমমানের অনুদান। প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ভিত্তিক এলাকার বিজয়ীদের জন্য বরাদ্দ থাকবে $ ৮,০০০ ইউএস ডলার সমমানের ভৌত অবকাঠামোর জন্য অনুদান ও $ ৩,০০০ ইউএস ডলার ( ২য় পুরষ্কার ) সমমানের অনুদান। পুষ্টিকর খাদ্যের চাহিদা বৃদ্ধিতে উদ্ভাবনের জন্য $ ৫,০০০ ইউএস ডলার  ( ১ম পুরষ্কার)  সমমানের নগদ অনুদান এবং $ ২,০০০ ইউএস ডলার  ( ২য় পুরষ্কার)। এছাড়াও, ৩টি আন্তর্জাতিক পুষ্টি বিষয়ক অলিম্পিয়াড-এর জন্য ৩ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্যে থেকে বিজয়ী $ ২,৫০০ ইউএস ডলার আর্থিক অনুদান লাভ করবেন। সর্বমোট বিজয়ীদের পুরষ্কৃত করা হবে $ ৩৫,৫০০ ইউএস ডলার।

ফুড ফ্রন্টিয়ার্স ২.০-এ আবেদনের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক ক্ষেত্র

তিনটি মূল বিষয়ভিত্তিক ক্ষেত্র রয়েছে এই প্রতিযোগিতায় আবেদন করার জন্য:

নিম্ন-আয়ের ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেল:

এই বিষয়ভিত্তিক এলাকার অধীনে প্রাথমিক পর্যায়ের উদ্যোক্তাগণ/স্টার্ট-আপগুলো থেকে আমরা এমন উদ্ভাবনীয় ব্যবসায়িক মডেল আশা করছি যার মাধ্যমে নিম্ন-আয়ের ভোক্তাদের কাছে সঠিক পুষ্টিমানের খাবার পৌঁছাবে। এই মডেলের আওতায় ঐ খাবার অবশ্যই সাশ্রয়ী মূল্যে নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে যেখানে তারা বাস করে। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উভয় দিকেই এই উদ্ভাবিত  মডেল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উপকারী হতে হবে।

যুগান্তকারী প্রযুক্তিগত উদ্ভাবন:

এই বিষয়ভিত্তিক এলাকার অধীনে আমরা খাদ্যশস্যের উৎপাদন থেকে বিপণনের প্রতিটি ধাপের গুনমানের ট্রেসেবিলিটি সহজীকরণ, খাদ্যের অপচয় রোধ করা অথবা পুনরুত্পাদনশীল কৃষি ইত্যাদির জন্য প্রযুক্তিগত উদ্ভাবনী আইডিয়া আশা করছি। এই প্রযুক্তিগত উদ্ভাবন অবশ্যই টেকসই খাদ্য উৎপাদন এবং সাধারণ জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব হতে হবে।

উদ্ভাবনী বিপণন প্রচারাভিযান:

পুষ্টিকর খাদ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ানো এবং টেকসই উৎপাদন ব্যবস্থায় উৎপাদিত পুষ্টিকর খাদ্য পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এই বিষয়ভিত্তিক এলাকার অধীনে স্বতন্ত্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও ব্যক্তি থেকে আমরা আইডিয়া আশা করছি। অবশ্যই এই আইডিয়া অথবা ক্যাম্পেইন প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সংশ্লিষ্ট হতে হবে।

Explore
Drag